English Grammer,বর্ণ বা Letter, Alphabet ,বর্ণ consonant বলে ।
English Grammer (ইংরেজি ব্যাকরণ) যে প্রস্তুক পাঠ করিলে ইংরেজি ভাষা শুদ্ধরূপে
লিখিতে পড়িতে ও বলিতে পারা যায় তাকে English
Grammer বলে ।
ইংরেজি গ্রামার পাঁচ ভাগে ভাগ করা যায় ।
1.Orthography বর্ণ শুদ্ধিকরণ
|
English Grammer |
2.Etymology শব্দরূপ
3.Syntax বাক্য গঠন
4.Punctuation বিরামচিহ্ন প্রকরণ
5.Prosody ছন্দ প্রকরণ
ইংরেজি ভাষাকে লিখিয়া
প্রকাশ করিবার জন্য কতকগুলি চিহ্ন বা সংকেত এর প্রয়োজন । সাংকেতিক এই
চিহ্নকে এক একটি বর্ণ বা Letter বলে ।
ইংরেজি ভাষায় মোট ২৬ টি Letter অক্ষর বা বর্ণ
আছে । ইহাদের সমষ্টিকে Alphabet বর্ণমালা বলে ।
এই Alphabet অক্ষর বা বর্ণকে দুই ভাগে ভাগ করা যায়
বড় হাতের অক্ষর বা বর্ণ
Capital Letter
ছোট হাতের অক্ষর বা বর্ণ Small Letter
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z.
A b c d e f g h I j k l m n o p q r s t u v w x y z.
ইংরেজি Alphabet বা বর্ণমালার ২৬ টি বর্ণের মধ্যে a e I o u এই পাঁচটিকে Vowel স্বরবর্ণ বলে
আর বাকী ২১ টিকে ব্যঞ্জন বর্ণ consonant বলে ।
Word দুই বা ততোধিক Letter পাশাপাশি বসিয়ে
কোন অর্থ প্রকাশ করিলে তাকে Word শব্দ বলে ।
Book pen Brother etc .
COMMENTS