অত্যাচার ইসলামের একটি জঘন্য অপরাধ ।
অত্যাচার ইসলামের একটি জঘন্য অপরাধ ।
যুলুম অত্যাচার ইসলামের একটি জঘন্য অপরাধ । যাকে সবাই ঘৃণা করে ।এর কারণে
পার্থিব জীবনে মানুষ হবে লাঞ্ছিত এবং পরকালে ভোগ করতে হবে কঠিন শাস্তি । এ সম্পর্কে
আল্লাহ বলেন যালিমদের জন্য পরকালে কোন দরদী বন্ধু থাকবে না এবং তাদের জন্য কোন সুপারিশকারীও
হবে না যার কথা মান্য করা হবে । (সূরা মুমিন ১৮)
অন্যত্র তিনি আরো বলেন যালিমদের জন্য কোন সাহায্যকারী থাকবে না (সূরা হজ্জ ৭১)
উপরোক্ত আয়াত দ্বারা আল্লাহ একে অপরের উপর অত্যাচার করা হতে বিরত থাকার নির্দেশ দিয়েছেন । কারণ অত্যাচারীর জন্য কিয়ামতের দিন কোন সাহায্য কারী থাকবে না ।সেদিন তার অত্যাচারের সমপরিমান নেকী অত্যাচারিত ব্যক্তিকে প্রদান করা হবে । যা হবে তার জাহান্নামের কারন ।এজন্য জুলুম অত্যাচার থেকে বিরত থাকতে হবে ।
আল্লাহ তাআলা বলেন শুধু তাদের বিরুদ্ধে দোষারোপ করা হবে যারা মানুষের উপর অত্যাচার
করে এবং পৃথিবীতে অন্যভাবে বিদ্রোহাচরণ করে বেড়ায় ।তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি
(সূরা শুরা ৪২)
আল্লাহ তাআলা অন্যত্র বলেন ঈমানদার ব্যতীত যারা ঈমান আনে ও সৎকম করে এবং আল্লাহকে
বারবার স্মরণ করে ও অত্যাচারিত হবার পর প্রতিশোধ গ্রহন করে । অত্যাচারীরা শীঘ্রই জানবে
তাদের গন্তব্যস্থল কোথায় । (সূরা শুআরা ২২৭)
আল্লাহ তাআলা আরো বলেন আর এরুপেই যখন তিনি কোন জনপদের অধিবাসিদেরকে পাকড়াও
করেন তারা অত্যাচার করে নিঃসন্দেহে তার পাকরাও হচ্ছে অত্যন্ত কঠিন ।(সূরা হুদ ১০২)
আল্লাহ তাআলা আরো বলেন অতঃপর যখন আমার হুকুম এসে পৌছল আমি ঐ ভূ খন্ডের
উপরিভাগকে নীচে করে দিলাম এবং ওর উপর পাকা মাটির পাথর বষণ করতে লাগলাম যা অবিরাম ছিল
(সূরা হুদ ৮২)
জাবির (রা) হতে বণিত তিনি বলেন রাসুলু (ছাঃ) বলেছেন তোমরা অত্যাচার করা
হতে সাবধান থাক । নিশ্চয়ই অত্যাচার ক্বিয়ামতের দিন হবে অন্ধকার । তোমরা কৃপনতা থেকে
বেঁচে থাক কৃপনতা তোমাদের পূর্বের জনগনকে ধ্বংশ করেছে । কৃপনত তাদেরকে অন্যায়ভাবে মানুষকে
হত্যা করার প্রতি এবং হারামকে হালাল করার প্রতি উৎসাহিত করেছিল । মুসলিম মিশকাত হা/১৮৬৫
বাংলা মিশকাত ৪থ খন্ড হা/১৭৭১ যাকাত অধ্যায় ।
COMMENTS